
মুখোমুখি প্রতিদিন ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংখ্যালঘু পরিবারের বাড়ীতে হামলা ও ভাংচুর চালিয়ে তাদের প্রাণ নাশের হুমকি দিলে তারা ঐ বাড়ি থেকে অন্যত্র চলে যায়। রবিবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও গ্রামের জীতেন মল্লিকের বাড়ীতে এ ঘটনা সংগঠিত হয়। জীতেন মল্লিক, তার ভাই নিতাই মল্লিক মা ললিতা মল্লিক অভিযোগ করেন, প্রতিবেশী দীপক মল্লিকের(৪৫) সাথে জিতেন মল্লিকের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিদ আলীর ছেলে শাহ আলমের নেতৃত্বে ১০/১২জনের একটি সংঘবদ্ধ দল রবিবার বেলা সাড়ে ১১টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পাকা বাথরুম ও টিনশেডের ঘর ভাংচুর করে। সন্ত্রাসীদের ভয়ে বাড়ীর মহিলারা বাড়ীতে কোন পুরুষ ছিলো না। তাদের ভয়ে বাড়ীর মহিলারা বাড়ী ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। মাধবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোতাহের হোসেন ও এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়, বিষয়টি নিয়ে এলাকায় কয়েকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এখনো বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে শাহ আলমের সাথে কথা বললে তিনি হামলা ও ভাংচুরে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, দীপক মল্লিকের পরিবারের সদস্যরাই এ ঘটনা ঘটিয়েছে এবং এ সময় তিনি ঘটঁনাস্থলের অদুরে উপস্থিত ছিলেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম ঘঁটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply